বঙ্গবন্ধুর আদর্শ - দূর্নীতিবাজদের বিরুদ্ধে বঙ্গবন্ধুর ভাষণ

by - ১২:৫২ PM

>> <3 বঙ্গবন্ধুর আদর্শ <3 <<<

মনে রেখো শাসন করা তারই সাজে সোহাগ করে যে, তুমি যখন শাসন করবা-সোহাগ করতে শিখো, তাদের দুঃখের দিনে পাশে দাড়িও, তাদের ভালোবেসো, কারণ তোমার হুকুমে সে জীবন দিবে।
bongobondhur vashon, বঙ্গবন্ধুর আদর্শ, বঙ্গবন্ধুর ভাষণ


bongobondhur vashon, বঙ্গবন্ধুর আদর্শ, বঙ্গবন্ধুর ভাষণ

তোমাকে শ্রদ্ধা অর্জন করতে হবে, সে শ্রদ্ধা অর্জন করতে হলে তোমাকে শৃঙ্খলা শিখতে হবে, নিজকে সৎ হতে হবে, নিজকে/দেশকে ভালোবাসতে হবে, মানুষকে ভালোবাসতে হবে, এবং চরিত্র ঠিক রাখতে হবে, তা না হলে কোন ভালো কাজ করা যায় না।

আমার মুখ কালা করো না, দেশের মুখ কালা করো না, সাড়ে সাত কোটি মানুষের মুখ কালা করো না, তোমরা আদর্শবান হও, সৎ পথে থেকো, মনে রেখো-
“মুখে হাসি বুকে বল, তেজে ভরা মন,
মানুষ হইতে হবে, মানুষ যখন”

এতো রক্ত দেয়ার পর যে স্বাধীনতা এনেছি, চরিত্রের পরিবর্তন অনেকের হয় নাই, এখনো ঘুষখোর, দূর্নীতিবাজ, চোরাকারবারি, মুনাফাখোরি বাংলার দুঃখী মানুষের জীবনকে অতিষ্ঠ করে দিয়েছে, দীর্ঘ তিন বছর পর্যন্ত, এদের আমি অনুরোধ করেছি, আবেদন করেছি, হুমকি দিয়েছি- “চোরা নাহি শোনে ধর্মের কাহিনী”

কিন্তু আর না, বাংলার মানুষের জন্য আমি জীবনের যৌবন আমি কারাগারে কাটিয়ে দিয়েছি, এ মানুষের দুঃখ দেখলো আমি পাগল হয়ে যাই, কাল যখন আমি আসতেছিলাম ঢাকা থেকে এতো দুঃখের মধ্যে না খেয়ে কষ্ট পেয়েছে, গায়ে কাপড় নাই, কত অসুবিধার মধ্যে বাস করতেছে, হাজার হাজার লক্ষ লক্ষ লোক দু-পাশে দাড়িয়ে আছে আমাকে দেখবার জন্য, আমি মাঝে মাঝে প্রশ্ন করি তোমরা আমাকে এতো ভালোবাসো কেন?।

কিন্তু এই দুঃখী মানুষ দিনভরে পরিশ্রম করে, তাদের গায়ে কাপড় নাই, তাদের পেটে খাবার নাই, তাদের বাসস্থানের বন্দোবস্ত নাই, লক্ষ লক্ষ বেকার, পাকিস্তানিরা সর্বস্ব লুট করে নিয়ে গেছে, কাগজ ছাড়া আমার কাছে কোন কিছু রেখে যায় নাই।

বিদেশ থেকে ভিক্ষা করে আমাকে আনতে হয়, আর এই চোরের দল আমার দুঃখী মানুষের সর্বনাশ করে লুটরাজ করে খায়।

আমি শুধু ইমার্জেন্সী নেই নাই, এর আমি প্রতিজ্ঞা করেছি, এই ২৫ বছর এই পাকিস্তানি জালেমদের বিরুদ্ধে জিন্নাহ থেকে আরম্ভ করে, গোলাম মোহম্মদ, চৌধুরী মোহাম্মদ আলী, আইয়ুব খান, ইয়াহইয়াহ খানের বিরুদ্ধে বুকের পাটা টান করে সংগ্রাম করে থাকতে পারি, আর আমার ৩০ লক্ষ লোকের জীবন দিয়ে স্বাধীনতা অর্জন করতে পারি, তাহলে পারবো না!! নিশ্চয়ই ইনশাআল্লাহ্ পারবো।

এই বাংলার মাটি থেকে দুর্নীতিবাজ, এই ঘুষখোর, এই মুনাফাখোর জাতকে নির্মুল করতে হবে, আমিও প্রতিজ্ঞা নিয়েছি, তোমরাও প্রতিজ্ঞা নাও, বাংলার জনগণও প্রতিজ্ঞা গ্রহণ করো, আর নাহ্, অসহ্যের সীমা হারিয়ে ফেলেছি, এই জন্য জীবনের যৌবন নষ্ট করি নাই, এই জন্য শহীদরা রক্ত দিয়ে যায় নাই।

কয়েকটা চোরকারবারি, মুনাফাখোর, ঘুষখোর দেশের সম্পদ বাইরে বাইরা কইরা দিয়াসে, জিনিসের দাম গুদাম করে মানুষকে না খাওয়াইয়া মারে, উৎখাত করতে হবে বাংলার বুকের থেকে এদের, দেখি কতক্ষণ তারা টিকতে পারে, চোরের শক্তি বেশি না ঈমানদারের শক্তি বেশি তা এবার প্রমাণ হইয়া যাবে....



You May Also Like

0 Comments